অরন্যের গহীন নিবিড়তায়
এক চিলতে আকাশের খোজে পথ হারানো সে জন
সবুজের সীমাহীন আতিসয্যে মুহ্যমান।
রাত জাগা লালচে জলন্ত চোখে একাগ্রতায়,
নিষ্ঠুর বনের সাথে, নিশ্চুপ মহিরূহের সাথে
বাজি লাগে নিজের অস্তিত্তে একটু আলোর আকাঙ্খায়।
আমার জানা হয়নি আজো, সে কি পেয়েছিলো?
অজশ্র সত্য মিথ্যার ডালপালা আর অনুভূতির ধ্রুমজাল এড়িয়ে তার নিজের এক টুকরো আকাশ?