এখন এখানে ঝুপ করে সন্ধ্যা নামে,
ধুসর নীল পাহাড়ের আড়ালে
আচমকা বুক খালি করে হারিয়ে যায় গোধুলী।
আমার পথে এক চিলতে চুরি করা আলো, একটু আগেও ছিলো…
শীতের আদুরে বিকেল এর সে এখন শুধুই স্মৃতি।